২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:২০
শিরোনাম:

‘বাংলাদেশ অভিমুখে মার্চ’ করার হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

হিন্দুদের ওপর হামলা ও নির্যাতন বন্ধ না হলে ‘বাংলাদেশ অভিমুখে মার্চ’ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।সংগঠনটির নেতা পূর্ণচন্দ্র মণ্ডল বলেছেন, বাংলাদেশে হামলা বন্ধ না হলে ভারতে মুসলিমদের অস্তিত্ব বিপন্ন হবে। সেটা জেনে রাখা উচিত ভারত-বাংলাদেশ উভয় সরকারের।

দৈনিক যুগশঙ্খের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আসামের বাঙালি অধ্যুষিত শিলচরে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশে হিন্দু জাগরণ মঞ্চের নেতা সুভাস ভট্টাচার্য বলেন, বাংলাদেশের ঘটনায় কংগ্রেসসহ অন্য দলগুলো চুপ। কারণ ভারতের সংখ্যালঘুরা তাদের ভোটব্যাংক। মুসলিম তোষণ কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছে।‘হিন্দু-মুসলিম ভাই ভাই’ শ্লোগান মিথ্যা প্রমাণিত হয়েছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।

আমাদের সময়.কম