২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:২৪
শিরোনাম:

সৌদিতে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া শুরু

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবে ১৮ বছর বা তারও চাইতে বেশি বয়সীদের জন্য করোনা ভ্যাকসিন এর বুস্টার ডোজ দেয়া শুরু করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ গ্রহণের কমপক্ষে ৬ মাস পরেই এই বুস্টার ডোজ গ্রহণ করা যাবে।

সৌদি গেজেটের প্রতিবেদন সূত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে,সৌদি আরবে বসবাসকারী যারা ১৮ বছরের বেশি বয়সী, এবং মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত করোনা ভ্যাকসিনের দুটি ডোজই গ্রহণ করেছেন, এবং ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ গ্রহণ করার ৬ মাস পূর্ণ হয়েছে, তারা এই বুস্টার ডোজের জন্য “তাওয়াক্কালনা” এবং “সেহাতি” এপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, যেসকল ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত কোনপ্রকার অস্ত্রোপচার হয়েছে, বা কোনরকম কিডনী সংক্রান্ত অসুখ রয়েছে, এবং যারা স্বাস্থ্যখাতে কাজ করছেন, তাদেরকে (হাই-রিস্ক) উচ্চ ঝুঁকি গ্রুপ হিসেবে গণ্য করছে মন্ত্রণালয়, এবং এই হাই রিস্ক গ্রুপের ব্যক্তিদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ।