১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৩১
শিরোনাম:

আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচরা বাংলাদেশ দলে: মাশরাফী

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

এদিকে এই ঘটনার পর জাতীয় দলের বর্তমান কোচিং স্টাফদের কড়া সমালোচনা করলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভূমিকা নিয়ে আলাদা করে প্রশ্ন তুললেন মাশরাফি। পাশাপাশি ফিল্ডিং কোচ রায়ান কুককে কেন এখনো রাখা হয়েছে তাও জানতে চান তিনি। মাশরাফি মনে করছেন, দক্ষিণ আফ্রিকার চাকরি না পাওয়া কোচগুলো বাংলাদেশে একসঙ্গে রিহ্যাব সেন্টারে চাকরি করছেন। এছাড়া প্রধান কোচ খেলোয়াড়দের আগলে রাখছেন কি না সেসব নিয়েও সন্দেহ তার।

২০১৯ বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশ দলের কোচদের ছাটাই করে দেওয়া হয়। ওই সময়ে কোচিং স্টাফে থাকা ফিল্ডিং কোচ রায়ান কুককে রেখে ছেড়ে দেওয়া হয় সবাইকে। অথচ, বাংলাদেশ দলের বর্তমান ফিল্ডিংয়ের অবস্থা দেখলে মনেই হয় না দলের সঙ্গে কোনো ফিল্ডিং কোচ আছেন। এমন সমালোচনা করেছেন মাশরাফী।