১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:১৫
শিরোনাম:

ইংলিশদের হারাতে চায় টাইগাররা

২০০৬ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছিল টাইগাররা। এরপর একে একে আরও ১১৬টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। তবে অবাক করার বিষয় হলো ইংল্যান্ডের বিপক্ষে কখনোই টি-টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশের। এবার সেই মাহেন্দ্রক্ষণ। অপেক্ষার পালা শেষ হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে থ্রি লায়নদের বিপক্ষে লড়বে টাইগাররা।

বিশ্বকাপ মিশনে টিকে থাকার ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। ইংল্যান্ড র‌্যাংকিংয়ের শীর্ষ দল। তবে আত্মবিশ্বাসী বাংলাদেশ চায় ভালো কিছু করতে। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করেও হারতে হয়েছে মাহমুদউল্লাহ বাহিনীকে। তাই ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি লড়াইটা কঠিন হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

তবে বাংলাদেশকেও সহজ প্রতিপক্ষ ভাবছে না ইংলিশরা। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম মোকাবিলায় সতর্ক তারাও। দলটির তারকা জস বাটলার বলেন, ‌’বাংলাদেশ শক্তিশালী দল। গত কয়েক বছর বাংলাদেশ অনেক এগিয়েছে। আমরা কঠিন চ্যালেঞ্জই প্রত্যাশা করছি।‌’

এদিকে এই ম্যাচের আগে অনুশীলনে চনমনে সময় কাটিয়েছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা বিপর্যয় কাটিয়ে উঠে মাহমুদউল্লাহ বাহিনী এবার ইংলিশদের বিপক্ষে চায় ঘুরে দাঁড়াতে মরিয়া।

ইংলিশদের লম্বা ব্যাটিং লাইনআপের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ বোলারদের। গত ম্যাচে মোস্তাফিজ নিজেকে মেলে ধরতে পারেননি। তবে এতে মোটেও চিন্তিত নন কোচ। ইংল্যান্ডের বিপক্ষেও সুযোগ আসবে, আর সেটাই কাজে লাগাতে চায় টাইগার্স।

ইংল্যান্ড দল অনেকটাই নির্ভার। উইন্ডিজের বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। দুই স্পিনার আর তিন পেসার নিয়ে কম্প্যাক্ট বোলিং লাইন। আর মারকুটে সব ব্যাটসম্যান। এরপরও বাংলাদেশকে তারা হালকাভাবে নিচ্ছে না।

এদিকে অনুশীলনে চোট পেয়েছেন নুরুল হাসান সোহান। তার খেলা নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। তবে সাইফউদ্দিনের ইনজুরির কারণে রিজার্ভ বেঞ্চ থেকে দলে ডাক পেয়েছেন রুবেল হোসেন।