২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৯
শিরোনাম:

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

অবিশ্বাস্য মনে হলেও চোখের সামনেই ইতিহাস গড়ল বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে সব সংস্করণ মিলিয়ে জয় অধরা, এ তথ্য বদলে চিরস্মরণীয় এক জয় তুলে নিল বাংলাদেশ।

কিউইদের মাটিতে এর আগে কোনো ফরম্যাটেই জিতেনি টাইগার বাহিনী। সেই গেরো কাটল ক্রিকেটের অভিজাত সংস্করণ দিয়েই, তাও আবার ৮ উইকেটের বড় ব্যবধানে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩২৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৫৮ রানে। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১৬৯ রান করলে জয়ের জন্য ৪০ রানের টার্গেট পায় মুমিনুল হক বাহিনী।

নিউজিল্যান্ডের দেয়া ৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়েই জয় তুলে নেয় টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে সকালে মাঠে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। স্কোর বোর্ডে ২২ রান তুলতে শেষ ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানে অল আউট হয় কিউইরা। ৪৬ রান খরচায় ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইবাদত হোসেন।