২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৭
শিরোনাম:

‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অস্ত্র নয়, শিক্ষার্থীদের গিটার বাজবে’ (ভিডিও)

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করছে ছাত্রলীগ। রোববার (২৯ মে) এই কর্মসূচিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যারা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করবে, যারা ক্যাম্পাসে ডেমোক্রেসির কথা বলে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ দাঁত ভাঙা জবাব দিবে। এই মানববন্ধনের মাধ্যমে বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অস্ত্র নয়, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গিটার বাজবে।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন করোনার ক্ষতি কাটিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখনি ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে সাধারণ ছাত্ররা তাদের সেই আশায় পানি ঢেলে দিয়েছে। তাদের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। নিরাপদ ক্যাম্পাসে ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করছে।