২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৯
শিরোনাম:

নাইটক্লাবে ২০ জনের লাশ, মৃত্যুর কারণ জানে না পুলিশ

দক্ষিণ আফ্রিকার পূর্ব লন্ডনের একটি নাইটক্লাব থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ রোববার এনইয়োবেনি নামের সরাইখানায় মরদেহগুলো পাওয়া যায়। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার টেমবিনকসি কিনানা বলেন, ‘শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরের সিনারি পার্কে এ ঘটনা ঘেটে। খবর পেয়েই সেখানে যায় পুলিশ। কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।’

স্বাস্থ্য বিভাগের মুখমাত্র সিয়ান্ডা মানানা বলেন, ‘দ্রুত ময়নাতদন্ত করা হবে। এরপর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

এ ঘটনায় উদ্ধার হওয়া মরদেহগুলো তাদের আত্মীয়দের দেখতে দেওয়া হচ্ছে না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। স্থানীয়রা ক্লাবটি বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছে। পুলিশ কমিশনার নমথেথেলি লিলিয়ান মেনে বলেন, ‘সরাইখানার ভিতরে ধস্তাধস্তির আভাস পাওয়া গেছে।’