২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:০৯
শিরোনাম:

বাস্ত ভিটা রক্ষায় মানববন্ধন করেছে বাজার হোসেন্দী নয়াচরের বাসিন্দারা

গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের বাজার হোসেন্দী ও লঘুরচর মৌজায় গড়ে উঠেছে সিটি কোম্পানি ( টি কে গ্রুপ)।
অদ্য সকাল ১০ ঘটিকার সময় নয়াচরের কয়েক শতাধিক বাসিন্দা নিজেদের বসতভিটা রক্ষার্থে মানববন্ধন করেন।
উপস্থিত ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জানান আমাদের সম্পত্তি আমাদের না জানিয়ে স্থানীয় কয়েকজন দালালের মাধ্যমে মাটি ভরাট করেছে সিটি কোম্পানি।
সম্পত্তি জোর করে নেওয়ার জন্য স্থানীয় দালালের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে সিটি গ্রুপ। আমাদেরকে যেকোনো সময় বাড়িঘর উচ্ছেদ করে সরিয়ে দিতে পারে, দিনে ও রাতে অনেক সম্পত্তি হঠাৎ করে বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অনেকের জায়গা দখল করে নিয়েছে।
ভুক্তভোগী রফিক মাদবর জানান আমার নিজস্ব ৫৫ শতক জমি সহ আব্দুল হামিদ ১৬ শতক, জসিম উদ্দিন ১৮ শতক, শাহিন মাতব্বর ১০২ শতক, নার্গিস বেগম ১৫ শতক, আবু বক্কর সিদ্দিক ১০ শতক, আলি আহমেদ ৬ শতক, ধনু মিয়া ৮ শতক, দেলোয়ার হোসেন ১০ শতক, মোস্তফা ১০  শতক, দিদার মাতব্বর ৩০ শতক, সুমন মিয়া ২০ শতক, আব্দুর রব মিয়া ৬ শতক, পিয়ার হোসেন ৮ শতক, মনজুর আলম ৮ শতক জমি সিটি গ্রুপ মাটি ভরাট করে স্থায়ী ভাবে দেয়াল দেওয়ার জন্য স্থানীয় দালালদের মাধ্যমে পাঁয়তারা করিতেছে।
দখল ঠেকাতে ভুক্তভোগীরা গজারিয়া উপজেলার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।