২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৪
শিরোনাম:

কুয়াকাটায় খাবার হোটেল ও  রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, ভোগান্তিতে পর্যটক।

জাকারিয়া জাহিদ ,  কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ  সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকণ্যা কুয়াকাটায় খাবার হোটেল ও রেস্তোরাঁ মালিক  সমিতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের নামে হোটেল মালিকদের হয়রানির অভিযোগ এনে বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে খাবার হোটেল ও রেস্তোরাঁ।
হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.কলিম জানায়, ‘কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এসে খাবারের মান নিয়ে অভিযোগ তুলে জরিমানাসহ বিভিন্নভাবে হয়রানি করছেন। ছোট ছোট হোটেল মালিককেও ৩০ থেকে ৪০ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে । এমনকি একেক জনকে মাসের মধ্যে তিন-চারবার জরিমানা করা হয়েছে। এতে হোটেল ব্যবসায়ীদের এখন পথে বসার উপক্রম।
তাই হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলবার ( ১৬ আগস্ট ) সন্ধ্যায় জরুরি সভা করা হয়েছে। এতে সকলের সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা থেকে ঘুরতে আসা রাসেল দম্পতি জানান, আমরা তিন দিন হয় এসেছি,সকালে ঘুম থেকে উঠে দেখি খাবার হোটেল রেস্তোরাঁ সব বন্ধ। আমরা কোথাও খেতে পারছি না, শুধু চা বিস্কুট খেয়ে আছি। দুপুরে কোথায় খাব জানিনা।তবে খুব দ্রুত এটার সমাধান করা দরকার।
হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি সেলিম বলেন,হোটেল ব্যবসায়ীদের দাবী, যা বিক্রি হয় তার থেকে বেশি জরিমানা গুনতে হয়। তার পরে হোটেল খরচ স্টাফদের বিল দিয়ে আর চলতে পারছি না, অনেক ঋন হয়ে যাচ্ছি । তাই হোটেল বন্ধ করা ছাড়া তো উপায় নেই।  জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত সকল হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ থাকবে।###