২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৩
শিরোনাম:

১১ ছেলেমেয়ে ও ৪০ নাতি-নাতনির সামনে পঞ্চম বিয়ে

ইসলামে সুন্নি ও শিয়া পুরুষরা এক সঙ্গে সর্বোচ্চ চারটা স্ত্রী রাখতে পারেন। কিন্তু সৌকত নামের পাকিস্তানের এক ব্যক্তি গত বছর পঞ্চমবার বিয়ে করেছেন। আর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌকতের ১১ ছেলেমেয়ে ও ৪০ জন নাতি-নাতনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়- সৌকত গত বছর পঞ্চমবার বিয়ে করেন। এর আগে তিনি আরও চারটি বিয়ে করেন। তার আগের চার স্ত্রীর সংসারে রয়েছে ১০ মেয়ে ও এক ছেলে। আর সৌকতের ছেলে-মেয়েদের ঘরে রয়েছে ৪০ জন সন্তান। অর্থাৎ সৌকতের নাতি-নাতনির সংখ্যা ৪০ জন। আবার সেই নাতি-নাতনির ঘরে রয়েছে ১১ সন্তান। সব মিলিয়ে সৌকতের পরিবারে সদস্য সংখ্যা ৬২ জন।

পঞ্চম বিয়ে নিয়ে সৌকত বলেন, ‘দুই অবিবাহিত তরুণী আমাকে বিয়ে করার জন্য চাপ দেন। স্ত্রীদের অনুমতি নিয়েই আমি পঞ্চম বিয়ে করি। বিয়েতে আমার স্ত্রীরাও খুব খুশি।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবারের সদস্যরা যদি দুটি করে রুটি খায় তাহলে ১২৪টি রুটি তৈরি করতে হবে।’

সম্প্রতি সৌদি আরবের এক ব্যক্তির ৫৩টি বিয়ের খবর সামনে আসে। আবু আবদুল্লাহ নামে ওই ব্যক্তি জানিয়েছিলেন, শান্তি পাওয়ার জন্য তিনি এতোগুলো বিয়ে করেছেন