১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:১৬
শিরোনাম:

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের নেইমারবিহীণ সম্ভাব্য একাদশ

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছিল ব্রাজিল। তবে ওই ম্যাচে নেইমারের পা মচকে যাওয়ায় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না তিনি। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে পারবেন কি না, তা নিয়েও সন্দেহ আছে। নেইমারের চোটই একমাত্র দুঃসংবাদ নয় তিতের দলের। সার্বিয়া ম্যাচে খেলা রাইটব্যাক দানিলোও চোট নিয়ে ছিটকে গেছেন মাঠের বাইরে। যার ফলে অন্তত দুটো পরিবর্তন দেখা যাবে ব্রাজিলের একাদশে।

ব্রাজিল দলে নেইমারের বিকল্প শুধুই নেইমার। এটি জানেন কোচ কোচ তিতেও। তাই সুইসদের বিপক্ষে তিনি কৌশল পরিবর্তন করতে পারেন। সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্রাজিলকে খেলিয়েছিলেন ৪-২-৩-১ ছকে। সেখানে পিএসজি তারকাকে দেখা গিয়েছিল সেন্টার ফরোয়ার্ডের পেছনে আর লেফট উইঙ্গারের মাঝামাঝি জায়গায়, সুযোগ সৃষ্টি করায় মনোযোগী ছিলেন তিনি। নেইমার না থাকায়, সে ছকটা আজ বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি। আজ ব্রাজিলকে খেলাতে পারেন ৪-৩-৩ ছকে।

নেইমারের জায়গায় দলে দেখা যেতে পারে রোদ্রিগো বা ফ্রেডকে। দানিওলোর জায়গায় দেখা মিলতে পারে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এডার মিলিতাওয়ের। এমনটাই জানিয়েছে, ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’।

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দ্বিতীয় ম্যাচটা খেলবে স্টেডিয়াম ৯৭৪ এ। এই ম্যাচে জিততে পারলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সেলেসাওদের দ্বিতীয় পর্বে খেলা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনিয়া ফ্রেড, লুকাস পাকেতা, ক্যাসেমিরো, অ্যালেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা, মারকিনিয়োস, এডার মিলিতাও, অ্যালিসন বেকার।

ব্রাজিল নেইমার