১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৮
শিরোনাম:

খেলার মাঠে বিবাদের জেরে দুই হলে সংঘর্ষ, আহত ৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলায় বিবাদের জেরে মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বটতলা এলাকার একপাশে কামালউদ্দিন হলের শিক্ষার্থীরা এবং অপরপাশে ভাসানী হলের শিক্ষার্থীরা অবস্থান নেন। এসময় তাদের মাঝে সংঘর্ষ ঘটে।

জানা গেছে, জাবিতে চ্যান্সেলর কাপ ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্তের জেরে বিবাদে জড়ান মওলানা ভাসানী হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থীরা। এই বিবাদের রেশ ধরে মঙ্গলবার সন্ধ্যায় থেকে হল দুটির শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, বটতলা এলাকায় হল দুটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ইট-পাটকেল বিনিময় হয়। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা বটতলার কয়েকটি খাবার দোকান ভাঙচুর করেন।

এদিকে, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের তথ্য মতে, সংঘর্ষে সাতজন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, দুই হলের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতি দমাতে পুলিশ ডাকা হয়েছে। পুলিশ এরই মধ্যে রওয়ানা দিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) হল দুটিতে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।