১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩২
শিরোনাম:

ভর্তির সুযোগ পেল না জিপিএ-৫ পাওয়া ২৩ হাজার শিক্ষার্থী

এসএসসিতে জিপিএ-৫ পেয়েও ২৩ হাজার ২৩১ শিক্ষার্থী প্রথম ধাপে নিজেদের পছন্দের কলেজে ভর্তির জন্য সুযোগ পাননি। রোববার (১ জানুয়ারি) ফল প্রকাশের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এমন চিত্র। রাইজিংবিডি

চলতি বছরে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিলেন ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে, প্রথম ধাপে ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন। আর ৭৯ হাজার ৫৩২ জন শিক্ষার্থী নিজের পছন্দের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এর ভিতরে ২৩ হাজার ২৩১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত আছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, জিপিএ-৫ পেয়েও কলেজ না পাওয়ার কারণ হচ্ছে সঠিক কলেজ পছন্দ না করা। শিক্ষার্থীদের তাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী কলেজ বণ্টন করা হয়েছে। জিপিএ-৫ অনুযায়ী নয়।

তিনি আরো বলেন, যারা প্রাপ্ত নম্বরের দিকে না তাকিয়ে বড় কলেজ পছন্দ দিয়েছে এবং তাদের মধ্যে যাদের প্রাপ্ত নম্বর কম তারা ছিটকে পড়েছে। এখন ভবিষ্যতেও একই ভুল করলে তারা কলেজ পাবে না। তাই ভেবে-চিন্তে কলেজ পছন্দ দিতে হবে।