২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:২০
শিরোনাম:

পায়রা বন্দরে স্কুল উদ্বোধন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে প্রথমবারের মতো চালু করা হয়েছে পায়রা
প্রিপারেটরি নামের একটি স্কুল। বুধবার বেলা ১১ টায় বন্দরের মাল্টিপারপাস ভবনের তিন তলায় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এ স্কুলের উদ্বোধন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল। পরে তিনি ফিতা ও কেক কেটে স্কুলের প্রতিটি ক্লাস রুম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের খোঁজ খবর নেয়। এসময় পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা,
শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পায়রা প্রিপারেটরি স্কুল সূত্রে জানা যায়, এ স্কুলটিতে ৮ জন অভিজ্ঞ শিক্ষক রয়েছে। ইতোমধ্যে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পড়া লোখার সুযোগ রয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহম্মদ সোহায়েল, পায়রা বন্দরকে ঘিরে এ অঞ্চলে ব্যাপক পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে বন্দরে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় চালু করা হবে। এসব বিদ্যালয়ের জন্য জায়গা নির্ধারন করে রাখা হয়েছে।