১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

বিএনপির কর্মসূচি ‘বানচালের’ ‘ষড়যন্ত্রে’ মেতে উঠেছে সরকার: প্রিন্স

‘সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি করে কর্মসূচি বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ‘১০ দফা এবং জনগণের জীবিকার বিভিন্ন সমস্য ও সরকারের দুর্নীতি, লুটপাট, জনদুর্ভোগের বিরুদ্ধে গড়ে উঠা গণআন্দোলন নসাৎ করতে ব্যর্থ সরকার দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে। ১১ ফেব্রুয়ারির কর্মসূচিকে সামনে রেখে সরকার সারা দেশে নেতাকর্মীদের গ্রেফতার ও ভয়ভীতি প্রদর্শন করছে। ক্ষমতাসীন দল নির্লজ্জের মতো পালটা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টিতে উসকানি দিচ্ছে।’

বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।প্রিন্স বলেন, ‘চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রার কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল; কিন্তু তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১৫ হাজারেরও অধিক নারী-পুরুষ ও শিশুর মর্মান্তিক মৃত্যু এবং লাখ লাখ মানুষের হতাহতের ঘটনায় শোক, সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। এছাড়া ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পদযাত্রা এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা অপরিবর্তিত থাকবে।’

তিনি দাবি করেন, ‘বুধবার রাতে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে কোনো কারণ ছাড়াই নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নতুন কোনো মামলাও নাই। পুরাতন সব মামলায় তার জামিন রয়েছে। কোনো কারণ ছাড়াই সপুকে গ্রেফতার চলমান আন্দোলনে নেতাকর্মীদের ভীত করার সরকারি অপকৌশল মাত্র। এছাড়াও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীনকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ১২নং ওয়ার্ড (শাহজাহানপুর থানা) বিএনপির সাধারণ সম্পাদক সেলিম, ১৮নং ওয়ার্ড (নিউমার্কেট থানা) বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, গেণ্ডারিয়া থানার ৪৫নং ওয়ার্ড বিএনপির সদস্য গিয়াস উদ্দিন গেসু, ৪০নং ওয়ার্ড বিএনপি নেতা রানা ও সেন্টুকে গ্রেফতার করা হয়েছে।’