২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৮
শিরোনাম:

বিপিএলে রোববার সেরা চার দলের হাড্ডাহাড্ডি লড়াই

বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সাত দলের এই আসরে গ্রুপ পর্বে হাড্ড-হাড্ডি লড়াই শেষে সেরা চার দল কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করেছে। দলগুলো হলো:- সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।

রোববার নকআউট পর্বে খেলা গড়াবে মিরপর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই পর্বের লড়াইকে কেন্দ্র করে ম্যাচের টিকিটের মূল্য ১০০ টাকা বাড়ানো হয়েছে।

দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় এলিমিনেটর খেলতে মাঠে নামবে দুই শক্তিশালী দল অধিনায়ক সোহানের রংপুর রাইডার্স ও সাকিবের ফরচুন বরিশাল। এই ম্যাচে যারা জয়লাভ করবে ফাইনালে উঠতে তাদের তাকিয়ে থাকতে হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের দিকে। কারণ ওই ম্যাচে পরাজিত দলের সঙ্গে এলিমিনেটর ম্যাচের জয়ী দল খেলবে।

দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ার খেলতে সন্ধ্যায় মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল সরাসরি ফাইনালে যাবে এবং পরাজিত দলের আরো একটি সুযোগ থাকবে ফাইনালে উঠার।

এলিমিনেটরের বিজয়ী দল প্রথম কোয়ারিফায়ারে পরাজিত দলের সঙ্গে মঙ্গলবার দ্বিতীয় কোয়ারিফায়ারে মুখমুখি হবে।