১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:১১
শিরোনাম:

পাঠান’ মুক্তির গুঞ্জন, হল পাচ্ছে না ‘ওরা ৭ জন’

দেশে হিন্দি সিনেমার মুক্তি নিয়ে চলছে তর্ক-বিতর্ক। এরই মধ্যে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার পোস্টার সাঁটানো হয়েছে দেশের বিভিন্ন সিনেমা হলে। সেখানে মুক্তির তারিখ ৩ মার্চ নির্দিষ্ট করে লেখা আছে। যদিও এখনো সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক অনুমতি মেলেনি। এদিকে বিপাকে পড়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’।

দেশের অনেক সিঙ্গেল স্ক্রিন দেশীয় সিনেমা ‘ওরা ৭ জন’ ৩ মার্চ চালাতে চাইছে না। সিনেমাটির পরিচালক খিজির হায়াত খান জানান, ৩ মার্চ ‘পাঠান’ চালাবে বলে ভালো কিছু সিঙ্গেল স্ক্রিনের মালিকরা তাকিয়ে আছেন।

প্রশ্ন ছুড়ে দিয়ে খিজির হায়াত খান বলেন, “পাঠান’-এর কারণে বড় বড় সিঙ্গেল স্ক্রিনে ‘ওরা ৭জন’ নিতে চাচ্ছে না। মুক্তির পাঁচ দিন বাকি থাকলেও এখনো হল পাইনি। ‘পাঠান’ এলে সিনেপ্লেক্সে হয়তো শো পাব না, সিঙ্গেল স্ক্রিনেও আমাদের সিনেমা দেখাতে পারব না, তাহলে আমরা কী করব?”

পোস্টার টাঙিয়ে প্রচারণার ব্যাপারে ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, “মুক্তির আগে প্রচারণার জন্য পোস্টার নিজেরাই লাগিয়েছি। দৈনিক দর্শক এসে জানতে চান ‘পাঠান’ কবে মুক্তি পাবে? আমরা জেনেছি, ৩ মার্চ ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাবে। গ্রিন সিগন্যাল পেয়েই পোস্টার লাগিয়েছি।’’

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিতে প্রস্তুত অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট-এর অনন্য মামুন। মুক্তি দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন রয়েছে বলে জানা গেছে। এখন শুধু অনুমতির অপেক্ষা। অনন্য মামুন জানিয়েছেন, অনুমতি পেলেই বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাবে।

‘পাঠান’ সিনেমা মুক্তির সময় কলকাতাতেও একই সমস্যার মুখোমুখি হয়েছিল টলিউডের সিনেমাগুলো। সেসময় ওপার বাংলার পরিচালকরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন।