১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:২০
শিরোনাম:

হাঁটতে পারছেন অগ্নিদগ্ধ শারমিন আঁখি

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মিরপুরের একটি শ্যুটিং হাউজে অগ্নিদগ্ধ হয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। আক্রান্ত হয়েছিল শ্বাসনালীও। ধীরে ধীরে তার শারিরিক অবস্থার উন্নতি হচ্ছে। দুর্ঘটনার ৩০ দিন পর ২৭ ফেব্রুয়ারি প্রথমবার উঠে দাঁড়িয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছেন তার স্বামী নির্মাতা রাহাত কবির।

তিনি বলেন, ‘৩০ তম দিনে এসে আঁখি প্রথম উঠে দাঁড়িয়েছে। আঙুলগুলোতে অল্প অল্প করে প্রাণ ফিরে পাচ্ছে। সবার দোয়া আর ভালোবাসায় নতুন করে জীবন শুরু করার শক্তি ফিরে পাচ্ছে। ওর জন্য সবাই দোয়া করবেন।

রাহাত কবির আরো বলেন, এভাবে আরো কয়েক মাসের একটা কঠিন যুদ্ধ ওকে জয় করতে হবে। আমাদের সকল সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা যারা এই কঠিন সময় প্রথম দিন থেকেই পাশে আছেন, সাহস দিয়ে যাচ্ছেন।

মিরপুরের পল্লবীতে একটি টেলিফিল্মের শুটিং করছিলেন শারমিন আঁখি। মাঝে বাথরুমে চুল ঠিক করতে গেলে, হেয়ার ড্রাইয়ার বিষ্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত হন তিনি। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই অভিনেত্রী।