১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৩
শিরোনাম:

গজারিয়ায় গার্ডার ব্রিজ নির্মাণে মানহীন ইটের খোয়া ব্যবহার—

গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্ৰাম সংলগ্ন চার কোটি ছিয়াসী লক্ষ ছাব্বিশ হাজার টাকা ব্যয়ে 45,06m long গার্ডার ব্রিজের কার্যদেশ পায় Rans Monarsea ঠিকাদার কম্পানি।
নির্মাণ কাজের শুরু থেকে ব্রীজের বিভিন্ন ঢালাই কাজে এই কম্পানি নিন্মমানের নির্মান সামুগ্ৰী ব্যবহার করে আসছে বলে সরজমিনে গিয়ে জানা যায়।
 এই ঠিকাদারি প্রতিষ্ঠান শুরু থেকে     ব্রীজটির পাইলিং এর সাইজ নির্ধারিত মাপ থাকলেও দুই/তিন মিটার কম ব্যবহার করা হয়। এবং পাইলিংয়ে নির্ধারিত ওপিসি সিমেন্টের পরিবর্তন নরমাল সিমেন্ট ব্যবহার করে।
এ বিষয়ে ঠিকাদারি কোম্পানির সাথে মোবাইলে যোগাযোগ করলে কাউকে পাওয়া যায়নি।
 ঢালায়ের সময় উপস্থিতির বিষয়ে    উপজেলা প্রকৌশলীর ইশতিয়াক আহমেদ জানান বেইস ঢালাই এত গুরুত্বপূর্ণ নয় তাই
অফিস থেকে কোন লোক থাকার দরকার নেই।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী মোনায়েম সরকার জানান বেইস ঢালাইয়ে উপজেলা অফিসার কেন উপস্থিত  ছিল না বলে যথাযথ ব্যবস্থা নিবে বলে গণমাধ্যম কর্মীদের জানান।