নেয়ামুল হক গজারিয়া প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মাহফুজ (পুলক)।
আজ( ১৮.০৯.২০২৩) ইং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বিভিন্ন বাজারে আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা মনিটরিং করা হয়।
এসময় সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের নির্দেশনা না মানায় তিনজন খুচরা দোকানিকে ১ হাজার টাকা করে তিন হাজার টাকা এবং একজন আড়তদার যিনি কোল্ড স্টোরেজ থেকে আলু নিয়ে খুচরা বাজারে সরবরাহ করেন তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ব্যবসায়ীসহ উপস্থিত ভোক্তাদের সরকার নির্ধারিত মূল্য তালিকা টাঙ্গানো অব্যাহত রাখতে এবং পুণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়।