ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামের ওয়াজেদ আলীর বাড়ির দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।প্রাণ হারানো ২২ বছর বয়সী রাহাফুল খান ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের বাসিন্দা।
ব্যবসায়ী রাহাফুল খান হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত। মাত্র ১২,০০০ ( বারো হাজার) টাকা ধার না পেয়ে তার বন্ধু সাব্বির হোসেন তাকে হত্যা করে। এই ঘটনায় অভিযুক্ত সাব্বির হোসেনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।