২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৫
শিরোনাম:

গজারিয়ায় অবৈধ তেল বিক্রি করায় ছয় প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমান–

স্টাফ রিপোর্টার গজারিয়া:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধভাবে খোলা পেট্রোল, কেরোসিন,জ্বালানি তেল বিক্রি বন্ধে পেট্রোলিয়াম আইন ২০১৬ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম । উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় । দণ্ডিত প্রতিষ্ঠান গুলোর মালিক মোজাহাঙ্গীর      আলম (৪২)সাং টেংগারচর,গজারিয়া,
১০,০০০-  হাজার টাকা ,  জহির রায়হান (৪৩)সাং পুরান বাউশিয়া,গজারিয়া
১০,০০০- হাজার টাকা ,  আলাউদ্দিন (৫৫)সাং আানারপুরা,গজারিয়া৫,০০০- হাজার টাকা,  জাহাঙ্গীর হোসেন (৪৫)সাং আনারপুরা,গজারিয়া
৫,০০০-  হাজার  টাকা,  হাসনা (৪০)
সাং গোসাইরচর,গজারিয়া
৫,০০০-  হাজার টাকা,  জহির পাঠান (৫০)সাং পুরান বাউশিয়া,গজারিয়া
১০,০০০-  হাজার টাকা অর্থদণ্ড  করা হয়েছে।
এ বিষয়ে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম জানান যথাযথ কর্তৃপক্ষের অনুমতিবিহীন অবৈধ উপায়ে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান কে অভিযানের মাধ্যমে নির্দিষ্ট প্রতিষ্ঠানে নির্দেশিত পূর্ণ বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।