২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪২
শিরোনাম:

গজারিয়ায় এসএস সি ব্যাচ ৯২ ইফতার ও দোয়া  অনুষ্ঠিত

নেয়ামুল হক গজারিয়া প্রতিনিধি:
পবিত্র রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া এসএস সি ব্যাচ ৯২ এর উদ্যোগে
উপজেলার বিভিন্ন বিদ্যালয় হতে   প্রায় শতাধিক বন্ধুদের উপস্থিতিতে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মিয়ামি ডাইন এ পুরনো বন্ধুদের নিয়ে আলোচনা সভা ও বন্ধুত্বের বন্ধনে অটুট থাকবে এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো এ সংগঠনের যাত্রা।
উক্ত অনুষ্ঠানে বন্ধুত্বের বন্ধনে একত্রিত করার প্রথম প্রয়াস মনিরুল হক মিঠু, নেয়ামুল হক নয়ন, কামাল হোসেন, ফজলুল হক নয়ন, তোফাজ্জল হোসেন সরকার, মাহতাব উদ্দিন মাসুম ও ফেরদৌস আহমেদের ঐকান্তিক সহযোগিতায় গজারিয়া উপজেলার ৯২ ব্যাচের প্রতিটি বিদ্যালয় হতে বন্ধুদের অংশগ্রহণে পুরনো স্মৃতিকে সামনে এনে হৃদয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সংগঠনের নবযাত্রা সূচনা হলো।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বন্ধুদের পরিচিতি সংগঠনের উত্তরোত্তর বিষয়ে মতামত প্রদানে কুশলাদি বিনিময়ে আগামীতে বন্ধুত্বের বন্ধন দিয়ে গজারিয়া উপজেলায় দৃঢ় মনোবল নিয়ে একটি শক্তিশালী প্রতিষ্ঠান গর্বে বলে আশা ব্যক্ত করেন ব্যাচ ৯২।
অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য  উপস্থিত ছিলেন দেওয়ান হারুনুর রশিদ,  নাজমুল হাসান, আনোয়ার মাস্টার, সাখাওয়াত মাস্টার, আব্দুল হালিম মৃধা, দুলাল মাস্টার, মোঃ সালাউদ্দিন, নিরঞ্জন,, অ্যাডভোকেট সোহেল, ইউনুস মিয়া, সহ নাম না জানা আরও অনেকে।
ইফতারি পূর্বে সমস্ত মানবজাতির জন্য মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠান শেষে
সংগঠনের সফলতার মধ্য দিয়ে বন্ধুদের দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানটি সমাপ্ত  হয়।