৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১
শিরোনাম:

আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে মৎস্য ঘেরের দুই কর্মচারীর মৃত্যু

বি এম আলাউদ্দিন আশাশুনি প্রতিদিন : আশাশুনিতে ভিজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে দুই মৎস্য ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৫ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সাতক্ষীরা সদরের মোফাজ্জল হোসেনের মৎস্য ঘেরের বাসায় এই ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তিরা হলেন, একই উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝটি গ্রামের গফুর আলী সরদারের ছেলে শামীম (৩৫) ও আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে আলম গাজী (২৫)।  প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের গোসল সেরে কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের লুজ তারে হাত লাগলে ঘেরের মুহুরি শামীম হোসেনকে বিদ্যুতায়িত হন। তাকে এ সময় ছাড়াতে যান ঘেরের বাসায় থাকা কর্মচারী আলম গাজী।
শামীম হোসেনের গায়ে হাত দেওয়ার সাথে সাথে তিনিও তার সাথে বিদ্যুতায়িত হন। এক পর্যায়ে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। ঘেরের বাসায় থাকা অন্য একজন কর্মচারী জানতে পেরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে স্টেশন অফিসার আবুল কালাম মোড়ল সহ ফায়ার সার্ভিসের টিম এসে মরদেহ দুটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।