৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৬
শিরোনাম:

গজারিয়ায় এতিমদের মুখে হাসি ফুটালেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার চর বাউশিয়া কলিম উল্লাহ কওমী মাদ্রাসা ও এতিমখানার ৩৪জন এতিম বাচ্চাদের ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরনের মধ্য দিয়ে মানবিক চেয়ারম্যান হিসেবে আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান।
শনিবার দুপুর ১২ঃ০০ ঘটিকার সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে নতুন পোশাক, বিভিন্ন খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।
নতুন পোশাক পেয়ে কোরআনের পাখি এতিম ছাত্রদের মুখে যেন হাসির বন্যা বয়ে যায়।ঐ মুহূর্তটুকু যেন এক প্রকার প্রকৃতির ভালোবাসার স্মৃতি ফুটে ওঠে।
মাদ্রাসার শিক্ষক ও এতিম ছাত্ররা বাউশিয়া ইউনিয়নের সুযোগ্য জনদরদী মানবতার চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান ও তার পিতা-মাতা, আত্মীয়-স্বজনদের মাগফেরাত কামনায় হৃদয় থেকে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এই মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা গজারিয়ার জ্ঞানের আলোকবর্তিকা আলহাজ্ব কলিম উল্লাহ সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটিতে এভাবেই মানবতার হাত বাড়িয়ে চেয়ারম্যান মিজানুর রহমান পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।