১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৩
শিরোনাম:

করোনাভাইরাসের সংক্রমণ আটকে দেয় এমন ‘এ্যান্টিবডি’ খুঁজে পেলেন জার্মান বিজ্ঞানীরা

জার্মান বিজ্ঞানীরা এমন এক ‘এ্যান্টিবডি’র খোঁজ পেয়েছেন যা করোনাভাইরাসের সংক্রমণকে বাধা সৃষ্টি করার পাশাপাশি গুরুতর করোনা রোগির জন্যে একটি ঢাল হিসেবে কাজ করবে। ভ্যাকসিন না হলেও এ বিষয়টিকে করোনা প্রতিরোধে এক উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে। আরটি

ভাইরোলজিস্ট অধ্যাপক লুকা চিচিন-সাইন বলেছেন এ অগ্রগতি করোনাভাইরাসের ওষুধ তৈরিতে সাহায্য করবে এবং এও প্রমাণ করছে আমরা ঠিক পথে আগাচ্ছি এবং বারবার পরীক্ষার পর এটি একটি টেকসই পদ্ধতি বলেই নিশ্চিত হওয়া গেছে।

ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক লুকার গবেষক দল ৬ হাজার মানুষের পৃথক এ্যান্টিবডি নিয়ে বিশ্লেষণের পর অন্তত সাড়ে ৭’শ এ্যান্টিবডির খোঁজ পান যা করোনাভাইরাস প্রতিরোধে সাহায্য করে। এসব এ্যান্টিবডি ‘সেল কালচার’ পদ্ধতিতে ব্যবহার করে সবচেয়ে কার্যকর করোনা প্রতিরোধকের সন্ধান করছেন বিজ্ঞানীরা।
জার্মানির দ্বিতীয় বৃহত্তম প্রদেশ লওয়ার স্যাক্সনির বিজ্ঞান মন্ত্রী বজর্ন থামলার এ আবিস্কারে বেশ খুশি বলে জানান।

গবেষণার তত্ত্বাবধানের থাকা বায়োটেক কোম্পানি ইয়ামাব বলছে তারা আগামী শরতে এ এ্যান্টিবডির ক্লিনিকাল ট্রায়ালে যাবে।