১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৭
শিরোনাম:

মুজিববর্ষ বাস্তবায়নে শিক্ষকদের বার্ষিক পরিকল্পনা গ্রহন করতে হবে

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাবশে জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ বলেন, ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী।  মুজিববর্ষ স্মরনীয় করতে বর্ষব্যাপি পরিকল্পনা গ্রহন করতে হবে। এ মুজিববর্ষে সকল বিদ্যালয়ে বর্ণিল সব অনুষ্ঠানের আয়োজনে সাজাতে হবে।

সোমবার সকালে মোরেলগঞ্জ উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু এর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রঞ্জন চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ,উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান।

সভায়  শিক্ষক নেতৃবৃন্দ সহ উপজেলার ৩০৯ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।