১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৯
শিরোনাম:

পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া ঘাটে বিপাকে ফেরি চলাচল

তীব্র স্রোতের কারণে পাটুরিয়া ঘাটে আজ শনিবার ১৬ টি ফেরির মধ্যে ৩ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। খান জাহান, শাহ আলী , শাহ জালাল, বরকত এই চারটি ফেরি স্রোতের বিপরীতে চলতে না পারায় সেগুলো বন্ধ রাখা হয়েছে। সকালের দিকে ১২ টি ফেরি চলাচল করলেও এখন মাত্র ৩ টি ফেরি চলাচল করছে।

বাকি ফেরিগুলো পারাপার হতে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুন বেশি সময় লাগছে। এতে ঘাট এলাকায় যানবাহনগুলোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। পাটুরিয়া ঘাট এলাকায় অর্ধ শতাধিক বাস ও তিন শতাধিক পন্য বাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডাব্লিউটিসির সহকারি ব্যবস্থাপক( বাণিজ্য) মহীউদ্দিন রাসেল জানান, তীব্র স্রোতের কারণে ফেরি চালাচলে বেশি সময় লাগছে। দৌলতদিয়া ঘাট এলাকায় স্রোতের পরিমাণ বেশি রয়েছে। যাত্রীবাহী বাসের তেমন চাপ নেই। তবে পাটুরিয়া ঘাট এলাকায় তিনশর মতো ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডাব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) স্বদেশ প্রসাদ জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬ টি ফেরির মধ্যে ১২ টি ফেরি দিয়ে দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি চারটি ফেরি তীব্র স্রোতে চলাচলের অনুপযোগি হওয়ায় বন্ধ রাখা হয়েছে। সম্পাদনাঃ আইনুন নিশাত