২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:২০
শিরোনাম:

তাহিরপুরে বিশ^ হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আব্দুল কাইয়ুম , সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশ^ হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২০১৯ ইং উপলক্ষে র‌্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ সকলের হাত পরিছন্ন থাক” এবং “ সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সু¯’ জীবন” এই শ্লেগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বিকালে ৫ নং বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও এনজিও সং¯’া ইরার(ওয়াস ইন হেলথ প্রকল্প তাহিরপুর এর সহযোগীতায় একটি র‌্যালী বের করে তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে বাজারের মেইন রোডে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউসি ইরার ওয়াস ইন হেলথ প্রকল্প বাদাঘাট ফিল্ড অফিসার আব্দুল মালেক খানের সঞ্চালনে আলোচনা সভায় এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাদাঘাট পাবলিক উ”চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঈনুল হক, আলহাজ জয়নাল আবেদীন বালিকা উ”চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন, ইউপি সচিব মনির হোসেন, ইরা(ওয়াস ইন হেলথ প্রকল্পের) ইউসি মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মাধ্যমিক ও কলেজের কৃতি শিক্ষার্থীদের ও কমিউনিটি হ্যান্ড ওয়াস ইন গ্রুপের দল নেত্রীদের মধ্যে হেন্ড ওয়াস, সাবনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।