২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:১১
শিরোনাম:

প্রতিপক্ষকে ফাঁসাতে মুক্তিযোদ্ধা খুন

আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী ও ছেলে মিলে এক গৃহকর্তাকে খুন করার অভিযোগ উঠেছে। নিহত ব‌্যক্তি আব্দুল বারিক (৭৫)। তিনি একজন মুক্তিযোদ্ধা।

রোববার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুরে তাকে হত‌্যা করা হয়। এই ঘটনায় জড়িত স্ত্রী আছিয়া খাতুন (৬০) ও ছেলে মিলন মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, সুলতানপুর গ্রামের কালাশাহ্, রকিব ও হান্নানের সঙ্গে আব্দুল বারিকের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ রয়েছে। এর আগে ২০১৭ সালে আব্দুল বারিকের পক্ষের সঙ্গে সংঘর্ষে কালাশাহের জামাতা নিহত হয়। এই মামলায় আব্দুল বারিকের ছেলে সাবাজ আলী কারাগারে রয়েছেন।

তিনি জানান, প্রতিপক্ষকে ফাঁসানোর জন‌্য স্ত্রী-পুত্র মিলে আব্দুল বারিককে খুন করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আব্দুল বারিকের ঘর থেকে রক্তমাখা শাবল উদ্ধার করা হয়েছে। লাশের মাথায় শাবলের কয়েকটি আঘাত রয়েছে।

বিকেলে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।