৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:০৬
শিরোনাম:

ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ৩

ফরদিপুররে ভাঙ্গায় বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে চালকসহ ৩ জন নহিত হয়ছেনে। এতে কমপক্ষে ২০ জন গুরুত্বর আহত হয়ছেনে। মঙ্গলবার সকাল আটটার দকিে ফরদিপুর-বরশিাল মহাসড়করে র্পুবসদরদী নামক বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ র্দুঘটনা ঘট।ে স্থানীয় জনতা ও থানা পুলশি আহতদরে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে র্ভতি কর।ে

নহিতরা হলনে- চন্দ্রা গাড়রি চালক সরিাজুল ইসলাম (৫৫)। তনিি মাদারপিুর জলো সদররে মৃত আমরি হোসনেরে ছলে।ে নহিত অন্য দুই জনরে পরচিয় জানা যায়ন।ি

র্দুঘটনায় গুরুত্বর আহতরা হলনে- ঢাকার করোনীগঞ্জরে খোকন(৩৫), মাদারপিুর জলোর রবো বগেম(৪৫), শাহআলম মৃধা(৫০), ছাত্তার মৃধা(৬৫), আব্দুর রাজ্জাক(৩০), সনয়িা আক্তার (১৮), শাহজাহান (৩৮), ফরদিপুর জলোর জুলহাস ব্যাপারী (৬০), ধরিন্দ্র বায় (৩৫), চুয়াডাঙ্গা জলোর মমনি শখে (৪০), বরশিাল জলোর রুহুল আমনি (৫০) ছাড়াও গুরুত্বর আহত অনকেরেই পরচিয় পাওয়া যায়ন।ি

আরো পড়ুন: খুলনায় শীতরে পোশাকরে ৩৫ দোকান পুড়ে ছাই

স্থানীয় জনতা ও থানা পুলশি আহতদরে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে র্ভতি কর।ে সখোনে অবস্থার অবনতি হলে ৬ জনকে গুরুতর অবস্থায় ফরদিপুর মডেকিলে কলজে হাসপাতালে প্ররেণ করা হয়। হতাহতরে সংখ্যা বাড়তে পারে বলে জানয়িছেে ভাঙ্গা হাসপাতালরে র্কতব্যরত ডাক্তার।

হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আতাউর রহমান বলনে, ঢাকা থকেে মাদারীপুররে উদ্দশ্যেে ছড়েে আসা চন্দ্রা পরবিহন র্দুঘটনাস্থলে আসলে বপিরীতদকি থকেে পান র্ভতি একটি ট্রাকরে সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলইে ২ জন নহিত হয়ছেনে এবং হাসপাতালে নওেয়ার পর একজন নহিত হন।