২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৮
শিরোনাম:

শত কোটি পেরিয়ে ‘দাবাং থ্রি’

সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দাবাং থ্রি’। গত শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে। চুলবুল পাণ্ডেকে নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহ ছিল।

দর্শকের পাশাপাশি বক্স অফিসে সাড়া ফেলেছে সিনেমাটি। মুক্তির ৬ দিনে সিনেমাটি শত কোটির ক্লাব পার করেছে। পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার ২২.৫০ কোটি রুপি, শনিবার ২২ কোটি রুপি, রোববার ২৮.৫০ কোটি রুপি, সোমবার ১০ কোটি রুপি, মঙ্গলবার ৯.৫০ কোটি রুপি। অন্যদিকে ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল বুধবার ১৫.৫০ কোটি রুপি আয় করেছে। ৬ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৮ কোটি রুপি।

হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় ‘দাবাং থ্রি’ মুক্তি পেয়েছে। ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমার মতো এবারো রাজ্জো চরিত্রে আছেন সোনাক্ষী সিনহা। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ। আরো অভিনয় করেছেন—আরবাজ খান, মাহি গিল, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।

২০১০ সালে মুক্তি পায় এই সিরিজের প্রথম সিনেমা। পরিচালনা করেন অভিনব কাশ্যব। এর দুই বছর পর মুক্তি পায় ‘দাবাং টু’। এটি পরিচালনা করেন আরবাজ খান। ‘দাবাং থ্রি’ পরিচালনা করেছেন প্রভুদেবা।