৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৫
শিরোনাম:

বাংলাদেশে কোন বাঁশের সাঁকো থাকবেনা পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান

বাংলাদেশে কোন বাঁশের সাঁকো থাকবেনা, খুঁজে খুঁজে সকল বাঁশের সাঁকোতে ব্রীজ নির্মাণ করা হবে, বাংলাদেশ আওয়ামীলীগ স্বাধীনতার দল, দেশের উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অর্জুনপুর করতোয়া নদী ঘাটে ৭২মিটার স্প্যান ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান উপরোক্ত কথাগুলো বলেন। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্না বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসার রিপু। শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুর পরিচালনায় অনুষ্ঠানের এসময় উপস্থিত ছিলেন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর, টিএমএসএস এর নির্বাহী পরিচালক হোসনে আরা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাগর কুমার রায়, আসাদুল হাবীব দুলু, কাহালু পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দীন কবিরাজ, বগুড়া জেলা পরিষদের সদস্য মাহফুজুর ইসলাম রাজ, মারুফ রহমান মঞ্জু, আঃ করিম, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির

সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, পৌর আওয়ালীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক ছামছুল মোল্লা, কিচক ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী বিহার ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ময়দানহাট্টা ইউপি চেয়ারম্যান এসএম রুপম, দেউলী ইউপি চেয়ারম্যান আঃ হাই, আটমূল ইউপি চেয়ারম্যান মোজাফ্ধসঢ়;ফর হোসেন, শিবগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফায়েল আহমেদ সাবুসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও কর্মচারী, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী। উক্ত সেতু নির্মাণে সাড়ে ছয় কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মেসার্স সাবরিনা ও ইসলাম টের্ডাস যৌথভাবে সেতু নির্মাণের কাজ শুরু করছে। সেতুটি নির্মাণ হলে পৌর এলাকাসহ আশপাশের ২০ গ্রামের লক্ষাধিক মানুষ উপকৃত হবে। এর আগে মাননীয় মন্ত্রী শিবগঞ্জ বালিকা উচ্চ
বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন।