৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৩
শিরোনাম:

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর মোঃমনিরুজ্জামান

নইন আবু নাঈম, শরনখোলা প্রতিনিধি ঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ বাছাই প্রতিযোগিতায় কর্মক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করায় বাগেরহাটের শরণখোলা ইউ,আর,সি ইনস্ট্রাক্টর মোঃ মনিরুজ্জামান জেলার শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর নির্বাচিত হয়েছেন। শনিবার বিভাগীয় পর্যায় বাছাই প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য তাকে আমন্ত্রন জানানোহয়েছে। শরণখোলার নলবুনিয়া গ্রামের মরহুম মাওঃ শাহ আলম এর পুত্র মোঃ মনিরুজ্জামান ১৯৮৯ সালে রায়েন্দা পাইলট সরকারি হাই স্কুল থেকে এস,এস,সি পরীক্ষায় প্রথম বিভাগ লাভ করেন। খুলনা সরকারি বিএল বিশ্ববিদ্যালয় থেকে এইচ.এস.সি ও এম.এস.এস রাষ্ট্রবিজ্ঞান, বিএড প্রথম শ্রেনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এড প্রথম শ্রেনিতে ৫ম স্থান লাভ করেন।

মনিরুজ্জমান সরকারি ব্যবস্থাপনায় ২০০২ সালে রিসোর্স সেন্টার ম্যানেজমেন্টেন উপর মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয় থেকে এবং সিংগাপুরথেকে প্রশিক্ষন গ্রহন করেন। তিনি মাধ্যমিক শিক্ষা, শিখন, শিক্ষনে সামাজিক বিজ্ঞান এবং অবশ্যকীয় শিক্ষন দক্ষতা বিষয়ের উপর তিনটি বই (প্রকাশিত) লিখে দক্ষতার পরিচয় দেন।