৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৬:১১
শিরোনাম:

একাধিক মিথ্যা মামলায় হয়রানিশরনখোলায় এক ভূমিদস্যুর রোষানলেদুইটি পরিবার!

নইন আবু নাঈম, শরনখোলা প্রতিনিধি ঃবাগেরহাটের শরনখোলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আনসার ভিডিপি সাবেক এক কর্মকর্তার একাধিক মিথ্যা মামলার কারনে দিশেহারা হয়ে পডেছে স্থানীয় দুইটি পরিবার । ওই পরিবার দুইটির পৈত্রিক ও ক্রয় সুত্রে প্রাপ্ত দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি থেকে তাদের উচ্ছেদ করতে উঠে পড়ে লেগেছেন ওই কর্মকর্তা । উপজেলার পাঁচ রাস্থা এলাকার বাসিন্দা ব্যাবসায়ী মোঃ আবু-বক্কর হাওলাদার ০৩, জানুয়ারী (শুক্রবার) দুপুরে শরনখোলা প্রেসক্লাব মিলানায়তনে জনাকীর্ন এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ উত্থাপন করেন । লিখিত বক্তব্যে আবু বক্কর দাবি করেন , ৯নং রায়েন্দা মৌজার পাঁচ রাস্থা এলাকায় তার ০.১৬৫০ একর জমি প্রাপ্ত থাকলেও প্রতিবেশি আনসার ভিড়িপির (অবসরপ্রাপ্ত) কর্মকর্তা প্রভাবশালী সুলতান আহম্মেদ জোর করে ০.৩ শতক সম্পত্তি দখল করে নিয়েছেন । যার আনুমানিক বর্তমান বাজার
মুল্য ৫০,লাখ টাকা ।

এছাড়া তাকে সহ তার আর এক প্রতিবেশি সাবেক ব্যাংক কর্মকর্তা আজমল হোসেন মিলননের নামে থানা ও আদালতে ইতোমধ্যে ২০টি মিথ্যা মামলা দায়ের করেছেন । এমনকি আবু বক্কর যাতে জমির দাবি না করতে পারে সে জন্য সুলতান ভিড়িপি দাতা সেজে তার পুত্রের নামে সহ বিভিন্ন ব্যাক্তির নামে উক্ত সম্পত্তি বিক্রির একাধিক দলিল সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা চালাচ্ছেন । জমি না ছাড়ার কৌশল হিসেবে প্রতিপক্ষ সুলতান মামলার পাশাপাশি খুন ও গুমের হুমকি দেয়ায় তারা উভয় পরিবার চরম নিরাপত্তা হীনতায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ওই ব্যাবসায়ী ।এছাড়া প্রভাবশালী সুলতানের রোষানল থেকে বাঁচতে প্রসাশনের সু- দৃষ্টি কামনা করেন অসহায় ওই দুই পরিবারের সদস্যরা । তবে, এ ব্যাপারে
সুলতান আহম্মেদ দাবি করেন ,জমিজমার বিরোধ নিয়ে উভয় পক্ষেরই মামলা রয়েছে । আমি আইনকে সম্মান করি , তাই আদালতের মাধ্যমে সব কিছুর ফয়সালা হওয়া ভাল এবং কাউকে হয়রানির উদ্দেশ্যে কোন মামলা করি নাই । আমার নিরাপত্তার জন্য আইনের আশ্রয় গ্রহন করেছি মাত্র। আদালত যে নির্দেশ দিবে আমি সেটা মেনে নেব । তবে আবু বক্কর আমার সীমানার মধ্যে সম্পত্তি পাবেনা ।