৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৮
শিরোনাম:

৪২ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে আনতে বাংলাদেশকে চাপ দিচ্ছে সৌদি আরব

এ বিষয়ে ঢাকা ও রিয়াদের মধ্যে সম্প্রতি একাধিকবার আলোচনাও হয়েছে। সদ্য আবুধাবিতে অনুষ্ঠিত বাংলাদেশের রাষ্ট্রদূত সম্মেলনেও রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পেয়েছে। ১২ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য দু’দেশের যৌথ কমিশনের বৈঠকে সৌদি আরব প্রসঙ্গটি তুলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ইংলিশ.প্রথমআলো, ডিফেন্স.পিকে

সৌদি সরকার দাবি করছে, বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে ৪২ হাজার রোহিঙ্গা দেশটিতে প্রবেশ করেছে বিভিন্ন সময়ে। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে গত বছর একাধিকবার বাংলাদেশকে চিঠি দিয়েছে সৌদি আরব। এর জবাবে বিষয়টি আরও বিস্তারিতভাবে জানাতে সৌদি আরবকে অনুরোধ করেছে বাংলাদেশ।

এবিষয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, সেদেশে থাকা রোহিঙ্গাদের বিষয়ে দু’দেশের মধ্যে আরও আলোচনা হবে। তবে এবারের আলোচনায় বাংলাদেশ কর্মী পাঠানো, ব্যবসা ও বিনিয়োগ বাড়ানো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতার মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে। এছাড়া সৌদি আরবের অগ্রাধিকার থাকবে অনিয়মিত হয়ে পড়া বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে।