২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬
শিরোনাম:

বিটিআরসিকে ১ হাজার কোটি টাকা দিলো গ্রামীণফোন

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার পর বিটিআরসির অফিসে কমিশনের চেয়ারম্যান মো. জহুরুল হকের হাতে গ্রামীণফোনের পরিচালক ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাতসহ কর্মকর্তারা এ সংক্রান্ত পেঅর্ডার হস্তান্তর করেন। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিটিআরসিকে হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় গ্রামীণফোন।

বিটিআরসির নিরীক্ষা দাবির পাওনা এক হাজার কোটি টাকা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

টাকা পেয়ে গ্রামীণফোনকে ধন্যবাদ জানিয়ে বিটিআরসি’র চেয়ারম্যান বলেন, সংবিধান রক্ষা হলো, সুপ্রিম কোর্টের আদেশ রক্ষা হলো। জনগণের প্রাপ্য টাকা কিছুটা হলে পেয়েছে সরকার। গ্রামীণফোন বিষয়টি বুঝতে পেরে টাকা দিয়ে দিয়েছে।তাদের সঙ্গে আমাদের কোনো ধরনের মনমালিন্য নেই।

বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, গ্রামীণফোনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং সমস্যা হয়েছিল, তারা মনে করেছিল কোর্টে গিয়ে হয়তো কিছু কম পাবে, অনেক পরিমাণ টাকা বিলম্ব করতে পারলে ব্যবসায়িক লাভ হবে। গ্রামীণফোন শেষে হলেও মিস-আন্ডারস্ট্যান্ডিং থেকে প্রোপ্রার আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে, এটি আমাদের জন্য খুব সুখের খবর।

এনওসি প্রত্যাহারের বিষয়ে প্রশ্নের জবাবে বিটিআরসি প্রধান বলেন, আদালত যে নির্দেশ দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।আইনের বাইরে আমরা যাবো না।

বকেয়া টাকা পরিশোধ নিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) আদালতে শুনানি রয়েছে। টাকা পরিশোধের বিষয়টি আদালতকে জানানোর পর আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলো জানান বিটিআরসি চেয়ারম্যান।

এসময় গ্রামীণফোনের পরিচালক ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত বলেন, আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল গ্রামীণফোন। তাই আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী টাকা জমা দিলাম। তবে অডিটের বিষয়ে এখনো একটু আপত্তি আছে। এটা থাকবেই। এই বিরোধটা রয়ে গেলো। আলোচনার মাধ্যমে শেষ হবে বলেও মনে করেন তিনি।

গত ২৪ নভেম্বর আপিল বিভাগ প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনার মধ্যে বিটিআরসিকে তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেয় আপিল বিভাগ। এ আদেশ রিভিউ চেয়ে আবেদন করে গ্রামীণফোন। আপিল বিভাগ এক হাজার কোটি টাকা দিতে নির্দেশ দেয়।