২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৪
শিরোনাম:

বিটিআরসিকে ২য় কিস্তির ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে রবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে আদালতের নির্দেশ অনুযায়ী এ টাকা পরিশোধ করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিটিআরসির মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান জানান, ১১ ফেব্রুয়ারি চলতি মাসের মাঝামাঝিতে রবি ২য় কিস্তির টাকা পরিশোধ করেছে। তবে এটার বড় ঘটনা বলে গণমাধ্যমে জানানো হয়নি।

গত ৫ জানুয়ারি বিটিআরসির পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। পাঁচ মাসের মধ্যে পাঁচ কিস্তিতি এ টাকা পরিশোধ করতে বলেন আদালত। অন্যথায় বিটিআরসি যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে বলে আদেশ দেয়া হয়।

গত রোববার (২৩ ফেব্রুয়ারি) আদালতের নির্দেশ মেনে বিটিআরসির পাওনা টাকার মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করে গ্রামীণফোন।