৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:১৪
শিরোনাম:

প্লাস্টিক পণ্য নিষিদ্ধ হতে যাচ্ছে সেন্টমার্টিনে, স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ এবং জীববৈচিত্র্য এবং সমুদ্রের তলদেশ বাঁচাতে সেখানে প্লাস্টিকজাত পণ্য ক্রয়-বিক্রয়ে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।

পরিবেশ অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, এটি উচ্চ পর্যায়ে এখনো সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছে। কিছু দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত সবাইকে জানানো হবে।

সেন্টমার্টিন ইকোট্যুরিজম সোসাইটির সভাপতি শিবলুল আলম কোরাইশী বলেন, সরকারের এই সিদ্ধান্ত বেশ কিছুদিন আগে গ্রহণ করা প্রয়োজন ছিলো। প্লাস্টিক পণ্য বন্ধ হলে আমাদের কোনো সমস্যা নেই। এতে ব্যবসায়ীরা সরকারের পাশে থেকে কাজ করবে।

তিনি আরও বলেন, প্লাস্টিক বন্ধে শুধু সিদ্ধান্ত নিলেই হবে না পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায় হোটেল মালিকরা।