৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৮
শিরোনাম:

সরকার ডেঙ্গুই থামাতে পারে না, করোনা যদি হয়, স্বীকারই করবে না :মান্না

করোনাভাইরাসে সতর্কতার প্রতি গুরুত্বারোপ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘সরকার অস্বীকার করছে, দেশে কোনো সমস্যা নেই বলে। কিন্তু, গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, বাংলাদেশে করোনাভাইরাসের আশঙ্কা রয়েছে। করোনা ইরান পর্যন্ত আসছে, তারপর পাকিস্তান, ভারত’।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘অনেকে বলছেন, কোন মন্ত্রীর নাকি… জানি না, সত্যি-মিথ্যা। এতএব নিজেরা সুস্থ থাকেন। ঠিকমতো হাত ধোন, লেবুর পানি বেশি করে খান। গরম পানি ব্যবহার করেন।’ সূত্র : জাগো নিউজ

মান্না বলেন, যদি করোনাভাইরাস জেলের মধ্যে ঢুকে, বেগম জিয়া অবশ্য জেলে নাই এখন। যদি তিনি জেলে থাকতেন, এ সরকার বলত- ভালোই হয়েছে, তাড়াতাড়ি শেষ হয়েছে। কিন্তু, যদি হসপিটালে যায়?’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলন করতে হবে। সে আন্দোলন আবেগ আর গরম গরম বক্তৃতা দিয়ে না। খুব ঠান্ডা মাথায়, ভেবে-চিন্তে, কৌশলে, বুদ্ধি খাটিয়ে রাজপথে নামেন, তার বিকল্প নেই। আর যদি নামতে পারেন, তাহলে দেখবেন তাদের পালাবার পথ বন্ধ হয়ে গেছে।’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাধীনতা ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সূত্র: ব্রেকিং নিউজ