৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৫৭
শিরোনাম:

দেশে করোনাভাইরাস ঠেকাতে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হচ্ছে না, বললেন ড. সাদেকা হালিম

রোববার একাত্তর টিভির ‘২০ লাখ রোভার স্কাউট করোনা সচেতনতায় কাজ করছে’ টকশোতে তিনি আরও বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি থেকে বাঁচার জন্য সবাইকে আরও সচেতন হতে হবে। তবে রোগটি প্রতিহত করার জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটা নীতিমালা তৈরি করা দরকার, এ ব্যাপারে নীতিনির্ধারকদের ভাবতে হবে।

একই অনুষ্ঠানে আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাসিমা খান মন্টি বলেন, প্রচারণার কমতি থাকায় মানুষ কীভাবে সচেতন থাকবে সেটা বুঝতে পারছে না। এ ব্যাপারে সরকারকে আরও সচেতন হতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। না হলে দেশে রোগটি মহামারিতে রুপ নিবে।

তিনি আরও বলেন, এটি দেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু হাত-ধুলেই রোগটি বন্ধ করা যাবে না। এর জন্য বিকল্প পন্থা অবলম্বন করতে হবে।