৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬
শিরোনাম:

ঘূর্ণিঝড় আম্পানঃ মোংলা বন্দরে পন্য ওঠানামা বন্ধ

নইন আবু নাঈমঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর সতকর্তা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (১৯ মে) সকাল থেকেই মোংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের স্বাভাবিক কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।বন্দরের সকল জাহাজের মালামাল লোড-আনলোড বন্ধ রয়েছে।এদিকে সাত নম্বর সতকর্তা সংকেত জারি করার পরে জরুরী সভা করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।আম্পানের সুবিধা অসুবিধা জানাতে বন্দরের পক্ষ থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন বলেন,বন্দরের নিজস্ব একটি সতর্ক সংকেত রয়েছে।আমাদের সতর্ক সংকেতের সর্বোচ্চ মাত্রা চার।

আবহাওয়া অধিদপ্তরের ৭ নম্বর সতর্ক সংকেত জারির পরে আমরা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছি।আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেত ৮ এ পৌছালে বন্দরে সর্বোচ্চ সতর্কতা ৪ জারি করা হবে।বন্দরের জাহাজ গুলোকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।সকল জাহাজের মালামাল লোড-আনলোড বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।আবহাওয়ার পরিবর্তন না হওয়া পর্যন্ত এসব আদেশ জারি থাকবে বলেও জানান বন্দরের এ কর্মকর্তা। বন্দরে এই মুহূর্তে মেশিনারি,ক্লিংকার,সার,জিপসাম,পাথর,সিরামিক ও কয়লাসহ দেশি বিদেশি মোট ১১ টি জাহাজ অবস্থান করছে।