৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৫
শিরোনাম:

মালয়েশিয়ায় দুই মাস বন্ধ থাকার পর জরুরি পাসপোর্ট বিতরণ সেবা চালু

 এ তথ্য জানিয়ে দেশটিতে বাংলাদেশ হাই কমিশন বলছে, পাসপোর্ট সেবা নেওয়া ও বাইরে বের হওয়ার ক্ষেত্রে জটলা না করে স্থানীয় আইন অনুসরণ করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মালয়েশিয়ায় লকডাউন ঘোষণার পর থেকে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার সেবা বন্ধ ছিল।

দেশটিতে চলমান লকডাউন শিথিল করায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সীমিত আকারে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নেয় দূতাবাস কর্তৃপক্ষ।

ছুটির দিন ব্যতীত স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে পাসপোর্ট সংগ্রহের জন্য ০১৬২৭৪৭৯১৭, ০১৭৬০১৪৪৮৪, ০১১৬১৯৯৪১৩২ ও ০১১৬৪৩৮৬৭৪৮ এই নম্বরে ফোন করে পাসপোর্ট সংগ্রহের তারিখ ও সময় জেনে নিতে হবে আগে।

নির্দিষ্ট তারিখ ও সময়ে দূতাবাসে গিয়ে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা।

অ্যাপয়েন্টমেন্ট ব্যতীত কাউকে পাসপোর্ট দেওয়া হবে না।

ফোনে তারিখ ও সময় ঠিক করে নেয়া ছাড়া আসলে পাসপোর্ট গ্রহণ করা যাবে না বলে জানানো হয়।