৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:২২
শিরোনাম:

ইউনাইটেডের ১২ অগ্নি নির্বাপক যন্ত্রের ৯টিই মেয়াদোত্তীর্ণ, অপমৃত্যু মামলা দায়ের

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের ১২টি অগ্নি নির্বাপক যন্ত্রের মধ্যে ৯টিই মেয়াদোত্তীর্ণ ছিল বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, তদন্তে যদি হাসপাতাল কর্তৃপক্ষের গফিলতির প্রমাণ মেলে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া হাসপাতালের করোনা ইউনিট বর্ধিতাংশের ব্যাপারে আরো সচেতনতা হতে নির্দেশ দেন তিনি।

এদিকে হাসপাতালের করোনা ইউনিটে আগুনে ৫ রোগীর প্রাণহানির ঘটনায় উইনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।

অপরদিকে হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্ণেল জিল্লুর রহমামের নেতৃত্বে কমিটিটি গঠিত হয়েছে। কমিটির অন্য চার সদস্য হলেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশীষ বর্ধন, সংস্থার মিরপুরের ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ বাবুল চক্রবর্তী, ফায়ারের উপ সহকারী পরিচালক নিয়াজ মোর্শেদ ও সিনিয়র স্টেশন অফিসার আবুল কালাম আজাদ। আগুনের কারণ, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, দায়বদ্ধতা ও ব্যর্থতার বিষয়গুলো তদন্ত করা হবে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

ডিএমপির গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম বলেন, ৫ জনের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ অপমৃত্যু মামলা করেছে। এছাড়া সিআইডিও তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এতে পাঁচ জন করোনা রোগী মারা যান।