৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫৬
শিরোনাম:

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার মূল হোতা নিহতের খবর

সম্প্রতি লিবিয়ায় ২৬ বাংলাদেশি ও চার আফ্রিকানকে গুলি করে হত্যার মূল হোতা ড্রোন হামলায় নিহত হয়েছেন। খালেদ আল মিশাই নামের ওই ব্যক্তি মঙ্গলবার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে দেশটির বিমানবাহিনীর ড্রোন হামলায় নিহত হন। খবর লিবিয়া অবজারভারের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। রাজধানী ত্রিপোলিসহ অনেক এলাকা জাতিসংঘ-স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের (জিএনএ) নিয়ন্ত্রণে থাকলেও বেনগাজীসহ অনেক তেলসমৃদ্ধ এলাকা খলিফা হাফতারের বাহিনীর দখলে রয়েছে।

গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে এক মানবপাচারকারীর সহযোগী ও স্বজনরা। এতে আহত হন আরও ১১ জন বাংলাদেশি।