৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৪
শিরোনাম:

কোভিড ভীড়ে ব্রিটেনের হাসপাতালে অস্ত্রোপচারের অপেক্ষায় ১ কোটি রোগী

কোভিডের কারণে এধরনের অপেক্ষমান রোগীর সংখ্যা ৪.৪ মিলিয়ন থেকে ১০ মিলিয়নে পৌঁছেছে। জরুরি নয় এমন অস্ত্রোপচারের জন্যে আড়াই বছর অপেক্ষা করতে হবে রোগীকে। ডেইলি মেইল

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কোভিড সামলাতে হিমশিম খেয়ে বাধ্য হয়ে অন্যান্য অস্ত্রোপচার বাতিল করে দিচ্ছেন। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা দ্বিতীয়বার প্রাদুর্ভাব না ঘটলে অস্ত্রোপচারের সিরিয়াল ঠিক হতে দুই বছর অপেক্ষা করতে হবে।

কোভিড ভ্যাকসিন এসে গেলেও অন্যান্য চিকিৎসার জন্যে ৮ মিলিয়ন মানুষকে চিকিৎসার জন্যে আরো অপেক্ষা করতে হবে।

২৫ লাখ ক্যান্সারের রোগী চিকিৎসা নিতে পারছেন না কোভিডের কারণে।

ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে নতুন করে আরো রোগী এর সঙ্গে যোগ হলে পরিস্থিতির আরো অবনতি হবে।

২১ লাখ রোগী স্তন, জরায়ু ও অন্ত্রের ক্যান্সার পরীক্ষার অপেক্ষায় আছেন। প্রতিমাসে ব্রিটেনে ৩০ হাজার নতুন ক্যান্সার রোগী বৃদ্ধি পায়।

২ লাখ ৯০ হাজার রোগী টিউমার অপসারণের সুযোগ পাচ্ছেন না।

গত ৯ সপ্তাহে ২১ হাজার ৬’শ রোগী অস্ত্রোপচার, কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি বাতিল করতে বাধ্য হয়েছেন। করোনাভাইরাসের মধ্যে তাদের অস্ত্রোপচারও বেশ ঝুঁকিপূর্ণ এমন বলছেন চিকিৎসকরা।

বার্মিংহাম ইউনিভার্সিটির গবেষকরা বলছেন অস্ত্রোপচার বন্ধ থাকলেও ব্রিটিশ সরকারকে সার্জনদের ৪ বিলিয়ন পাউন্ড বেতন ঠিকই দিতে হবে ।