৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
শিরোনাম:

করোনার সংক্রমণ ঠেকাতে পারবে না কোভিড-১৯ এর প্রথম টিকা: গবেষক

 টিকা নিয়ে গবেষকদলের প্রধান লন্ডন ইম্পেরিয়াল কলেজের প্রফেসর রবিন শাটক বলেন, ভাইরাস ঠেকাতে টিকা একমাত্র প্রধান লক্ষ্য হলেও প্রথম দিকের টিকার অনেক সীমাবদ্ধতা থাকবে। এটি কি সংক্রমণ থেকে সুরক্ষা দেবে? এটি কি অসুস্থতা থেকে সুরক্ষা দেবে? এটি কি অন্যান্য রোগ-ব্যাধি থেকে সুরক্ষা দেবে? সম্ভবত এই টিকা শুধুমাত্র ব্যাধি থেকে সুরক্ষা দিতে পারবে।

ইতোমধ্যেই কোভিড-১৯ এর টিকা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার টিকা ও ইমিউনোলজিস্ট বিষয়ক গবেষক ডেনিস বার্টন বলেন, টিকা করোনা ভাইরাসজনিত অন্যান্য ব্যাধি থেকে সুরক্ষা দেবে, সংক্রমণ থেকে নয়।

ইতোমধ্যেই কোনো রকম লক্ষণ ছাড়াই কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। যদি টিকা করোনার লক্ষণ প্রতিরোধ করে তবে লক্ষণবিহীন করোনা রোগীর সংখ্যা আরও বেশি হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সংক্রমণজনিত রোগ-ব্যাধি থেকে সুরক্ষায় টিকা সবচেয়ে কার্যকরী উপায়, প্রতি বছর টিকা ৩০ লাখ অকালমৃত্যু রোধ করে।