৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৫
শিরোনাম:

লাদাখ সীমান্ত সংঘর্ষে চীনের ৪০ জনের মতো সেনা নিহত হয়েছে: ভারতের সড়ক ও পরিবহন মন্ত্রী ভি. কে. সিং

শনিবার রাতে ‘টিভি নিউজ টোয়েন্টিফোর’কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমাদের ২০ জন শহীদ হয়েছেন। রয়টার্স

তিনি বলেন, সংঘাতের পর চীনের যেসব সেনা ভারতীয় ভূখণ্ডে আটকা পড়েছিলো, তাদের হস্তান্তর করা হয়েছে।

ভি. কে. সিংয়ের এই সাক্ষাৎকারের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভারত ভূষণ বাবু কোনো মন্তব্য করতে রাজি হননি। শুক্রবার বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে আকস্মিক কোনো হামলা ঘটনা ঘটেনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিয়ান ঝাও বলেন, ভারতীয় সেনারা চীনের সীমান্ত অতিক্রম করে আক্রমণ করাতে দুই পক্ষের মধ্যে ‘ভয়ঙ্কর শারীরিক সংঘাত’ শুরু হয়। তিনি বলেন, চীন ও ভারতের কর্মকর্তাদের মধ্যে সমঝোতা অনুযায়ী মে মাসে ভারত এলএসির চীনা পাশে তৈরি করা অবকাঠামো ভেঙে ফেলে লোকজনকে সরিয়ে নেয়ার পর উত্তেজনা কমছিলো।

গালওয়ান উপত্যকায় ১৫ জুন ভারত ও চীনের সেনাদের সংঘাতে ভারতের ২০ সেনা নিহত হয়। চীনের সংবাদ মাধ্যম তিনজন নিহত হওয়ার খবর দেয়। তবে ভারত দাবি করেছিলো চীনের ৪৩ সেনা নিহত হয়েছিলো।