২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৮
শিরোনাম:

৫০ কোটি মিউজিক ভিডিওর মাইলফলক অর্জন করেছে ইউটিউব

২০১৮ সালে গুগল ইউটিউব মিউজিক উন্মোচন করে। অবশেষে এটিকে গুগল প্লে মিউজিকের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করে প্রযুক্তি জায়ান্টটি। স¤প্রতি ডাউনলোডের ক্ষেত্রে ৫০ কোটির মাইলফলক অর্জন করেছে সেবাটি। ডিজিবাংলা

তবে গুগল এখনও ইউটিউব মিউজিক সেবাকে উন্নতকরণের কাজ করে যাচ্ছে। এতে যুক্ত হচ্ছে প্রিমিয়াম ইউটিউব সেবাও।

যেহেতু অ্যাপটি ৫০ কোটি ডাউনলোডের মাইলফলকে পৌঁছেছে তাই বোঝা যাচ্ছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে সেবাটি, এই এলিট ক্লাবে ইতিমধ্যেই বেশকিছু জনপ্রিয় অ্যাপ রয়েছে।

ভার্জ নিউজ জানায়, ইউটিউব মিউজিকের সবচেয়ে বড় ও জনপ্রিয় সুবিধা হলো এতে সকল মিউজিক সেবার ফিচার বিদ্যমান রয়েছে। ইউটিউবে বিদ্যমান সকল সকল মিউজিক ভিডিও কিংবা ট্র্যাক ইউটিউব মিউজিকেও পাওয়া যায়।