৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫০
শিরোনাম:

কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারনার তারুণ্যের অহংকার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গনি

কিশোরগঞ্জ  প্রতিনিধি: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামসহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তির নিজ শহর কিশোরগঞ্জ। তাই কিশোরগঞ্জকে বলা হয় ‘ভিআইপি পৌরসভা’। এ পৌরসভার নির্বাচনের দিকে অনেকেরই দৃষ্টি থাকে। প্রতিদ্বন্দ্বিতায়ও নামতে আগ্রহী বহু লোক। পৌর নির্বাচনের এখনও সময় অনেক বাকি। তবে প্রাথমিক প্রচার ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কিশোরগঞ্জ পৌরসভার বর্তমান নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে।

মেয়র প্রার্থী হিসেবে প্রচার নেমেছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সফল সভাপতি শফিকুল গণি ঢালী লিমন। পৌর এলাকায় তার শক্তিশালী অবস্থান রয়েছে। তিনি সাবেক যুগ্ন আহব্বায়ক: গুরুদয়াল সরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কিশোরগঞ্জ শাখা এবং সর্ব শেষ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির মত বড় দায়িত্ব সততার সাথে পালন করেছেন। তার মতে, পৌরসভাসহ জেলা শহরে নানা সমস্যা রয়েছে। দল ক্ষমতায় থাকলেও দীর্ঘদিনেও সমস্যার সমাধান হয়নি। এজন্য একজন দক্ষ সাহসী মেয়র প্রয়োজন। সার্বিক বিষয় মাথায় রেখে এবার তিনি মেয়র পদে নির্বাচন করবেন।